ঝিলামের পানি ছেড়ে পাকিস্তানের কাশ্মীর ডুবিয়ে দিলো ভারত

ভারত হঠাৎ ঝিলাম নদীর পানি ছেড়ে দেয়ায় পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের কিছু এলাকায় মাঝারি ধরনের বন্যা দেখা দিয়েছে। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদের জেলা প্রশাসনের মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
মুজাফ্ফরাবাদের জেলা প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, ভারত ঝিলাম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়েছে, যার ফলে এলাকায় হঠাৎ মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। ঝিলাম নদী সিন্ধু নদের একটি উপনদী, যা ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত।
এ ঘটনা ঘটেছে ভারত-পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে উত্তেজনার মধ্যে। গত বুধবার (২৩ এপ্রিল) ভারত ১৯৬০ সালের সিন্ধু নদী পানি চুক্তি স্থগিত করে। এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। ভারত পরোক্ষভাবে পাকিস্তানকে এ হামলার জন্য দায়ী করে চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। ভারতের জলশক্তিমন্ত্রী জানিয়েছেন, সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করার জন্য অবকাঠামো তৈরির কাজ চলছে, যদিও বর্তমানে এমন সক্ষমতা তাদের নেই।
আরও পড়ুন <<>> সিন্ধুতে হয় পানি বইবে, না হয় রক্ত: বিলাওয়াল ভুট্টো
পাকিস্তান এ পদক্ষেপকে যুদ্ধের হুমকি হিসেবে বিবেচনা করছে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা বিলাওয়াল ভুট্টো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিন্ধু নদী দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে। পাকিস্তান ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ভারতীয় এয়ারলাইন্সের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
এদিকে, সোশ্যাল মিডিয়ার একাংশে দাবি করা হচ্ছে, ভারত ঝিলাম নদীতে পানি ছেড়ে পাকিস্তানে বন্যার পরিস্থিতি সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
এ ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। বিশ্লেষকরা মনে করছেন, পানি বণ্টন নিয়ে এ দ্বন্দ্ব আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন হুমকি সৃষ্টি করতে পারে।
সবার দেশ/কেএম