Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

শুরু হচ্ছে আইপিএফ বাংলাদেশ ২০২৫

শুরু হচ্ছে আইপিএফ বাংলাদেশ ২০২৫
ছবি: সংগৃহীত

শীগ্রই শুরু হচ্ছে চারদিন ব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং শিল্প মেলা ২০২৫। আগামী ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে এ মেলা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকা, বাংলাদেশ এ ঠিকানায় মেলার ভেন্যু নির্ধারণ করা হয়েছে।

বিশ্বের প্রায় ১৮টি দেশের ৩৯০ টিরও বেশি এক্সিবিভিটর অংশগ্রহণ করবে এ মেলায়। মেলাটি ১৮,০০০ বর্গমিটারের বিশাল প্রদর্শনী এলাকায় ৮০০টিরও বেশি স্টল নিয়ে আয়োজন করা হয়েছে। এখানে প্রদর্শিত হবে সর্বাধুনিক ডিজিটাল যন্ত্রপাতি, উদ্ভাবনী প্রযুক্তি এবং উন্নত কাঁচামাল। এটি শিল্প বিশেষজ্ঞদের জন্য একটি অসাধারণ B2B প্ল্যাটফর্ম, যেখানে নতুন ব্যবসায়িক সুযোগের সন্ধান এবং নেটওয়ার্কিংয়ের জন্য আদর্শ পরিবেশ থাকবে।

ইতোমধ্যেই শুরু হয়ে গেছে প্রি-রেজিস্ট্রেশন। এ লিংকে ক্লিক করে  প্রি-রেজিস্ট্রেশন করা যাবে।

আইপিএফ বাংলাদেশ ২০২৫ এ যেসব শিল্প একত্রিত হতে যাচ্ছে এক ছাদের নিচে:

  • প্লাস্টিক 
  • রাবার 
  • প্রিন্টিং 
  • প্যাকেজিং
  • লেবেল প্রিন্টিং 
  • কাঁচামাল ও আনুষঙ্গিক সরঞ্জাম
  • করুগেটেড ও ফোল্ডিং কার্টন
  • মান যাচাইকারী  যন্ত্রপাতি ও সরঞ্জাম
  • যন্ত্রাংশ ও আনুষঙ্গিক সামগ্রী

সবার দেশে/এমকেজে