Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

গতিশীল অর্থনৈতিক সূচকে বাংলাদেশ

বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে দেশের

গত ৭ মাসে ঋণের সুদ ও আসল মিলিয়ে বাংলাদেশ পরিশোধ করেছে ২৪ কোটি ১৮ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৮ কোটি ৫৬ লাখ ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাসিক অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বৈদেশিক ঋণ পরিশোধ বেড়েছে দেশের
ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের ৭ মাসে কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড়। তবে বেড়েছে ঋণ পরিশোধ। ধারাবাহিকভাবে প্রতি মাসে একই চিত্র দেখা যাচ্ছে। গত জুলাই থেকে জানুয়ারি মাস পর্যন্ত উন্নয়ন সহযোগীরা অর্থছাড় করেছে ৩৯ কোটি ৩৮ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪৩ কোটি ৯৮ লাখ ডলার।

এদিকে গত ৭ মাসে ঋণের সুদ ও আসল মিলিয়ে বাংলাদেশ পরিশোধ করেছে ২৪ কোটি ১৮ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৮ কোটি ৫৬ লাখ ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাসিক অগ্রগতি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি। 

প্রতিবেদনে দেখা যায়, গত ৭ মাসে উন্নয়ন সহযোগীরা প্রতিশ্রুতি দিয়েছে ২৩ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে ঋণ ২০ কোটি ৩৮ লাখ এবং অনুদান ৩ কোটি ১২ লাখ ডলার। 

গত অর্থবছরের একই সময়ে প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৭১ কোটি ৭২ লাখ ডলার। এর মধ্যে ঋণ ৬৭ কোটি ৪০ লাখ ডলার এবং অনুদান ছিল ৪ কোটি ৩২ লাখ ডলার। এ হিসেবে চলতি অর্থবছরের ঋণ ও অনুদান উভয় ক্ষেত্রেই প্রতিশ্রুতির পরিমাণ কমেছে। 

ইআরডি জানান, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত যে পরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে এর মধ্যে সুদ দেয়া হয়েছে ৮ কোটি ৭৪ লাখ ডলার এবং আসল ১৫ কোটি ৪৪ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে সুদ পরিশোধ বাবদ দেয়া হয়েছিল ৭ কোটি ৬০ লাখ ডলার আর আসল দেয়া হয় ১০ কোটি ৯৬ লাখ ডলার। 

এ ছাড়া গত ৭ মাসে যে পরিমাণ অর্থছাড় হয়েছে এর মধ্যে ঋণ ৩৬ কোটি ৬৩ লাখ ডলার এবং অনুদান ২ কোটি ৭৪ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে ঋণ ছাড় হয়েছিল ৪২ কোটি ১৩ লাখ ডলার এবং অনুদান ১ কোটি ৮৪ লাখ ডলার। 

সবার দেশ/কেএম