Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৫, ১৮ মার্চ ২০২৫

আপডেট: ২৩:১৮, ১৮ মার্চ ২০২৫

সোনার দামে ফের নতুন রেকর্ড

সোনার দামে ফের নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক ঘোষণায় জানিয়েছে, প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪৭০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১,৫৪,৯৪৫ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ দাম আগামীকাল বুধবার (১৯ মার্চ) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য তালিকা:
২২ ক্যারেট: ১,৫৪,৯৪৫ টাকা
২১ ক্যারেট: ১,৪৭,৯০০ টাকা
১৮ ক্যারেট: ১,২৬,৭৭৬ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,০৪,৪৯৮ টাকা

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, ১৬ মার্চ সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন প্রতি ভরি স্বর্ণের দাম ২,৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের মূল্য ১,৫৩,৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছিলো।

২০২৪ সালে এখন পর্যন্ত ১৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১১ বার দাম বেড়েছে এবং মাত্র ৪ বার কমেছে। আর ২০২৩ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিলো, যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিলো।

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর বৃদ্ধি, ডলারের দাম, আমদানি খরচ ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দেশের বাজারেও স্বর্ণের মূল্য ঊর্ধ্বমুখী রয়েছে।

সবার দেশ/কেএম