Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২১, ২৮ মার্চ ২০২৫

ঈদের আগেও বাড়লো সোনার দাম

ঈদের আগেও বাড়লো সোনার দাম
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের আগে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। 

শুক্রবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ১ হাজার ৭৭৩ টাকা বাড়ানো হয়েছে, যা নতুন দরে দাঁড়িয়েছে এক লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। দেশের বাজারে সোনার এটাই সর্বোচ্চ দাম, যা আগে কখনো দেখা যায়নি। নতুন দাম আগামী শনিবার (২৯ মার্চ) থেকে কার্যকর হবে।

নতুন দামের আওতায়, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৫৭ হাজার ৮৭২ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের সোনার প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ১ লাখ ২৯ হাজার ১৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরি দাম ১ লাখ ৬ হাজার ৫৩৯ টাকা।

এছাড়া, রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের রূপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার প্রতি ভরি দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বছরের শুরু থেকে এটি বাজুসের স্বর্ণের দাম সমন্বয় করা ১৭ তম দফা। এর মধ্যে ১৩ বার সোনার দাম বাড়ানো হয়েছে, এবং মাত্র ৪ বার দাম কমানো হয়েছে। ২০২৪ সালে মোট ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিলো, যার মধ্যে ৩৫ বার দাম বৃদ্ধি পেয়েছিলো, আর গত বছর ২৭ বার দাম কমানো হয়েছিলো।

বিশেষজ্ঞরা জানান, ঈদের সময় সোনার চাহিদা বাড়ে, আর এর পাশাপাশি বৈশ্বিক বাজারের ওঠানামার কারণে স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দেশের বাজারে সোনার এ দাম ক্রেতাদের জন্য কিছুটা চাপের কারণ হতে পারে, বিশেষ করে ঈদকে সামনে রেখে গহনা কেনার প্রতি আগ্রহ বেড়েছে।

সবার দেশ/কেএম