বাংলাদেশ ব্যাংকের যুগান্তকারী পদক্ষেপ
উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল

উদ্ভাবন-ভিত্তিক উদ্যোক্তাদের জন্য বড় সুখবর। তরুণদের উদ্যোগ ও ইনোভেশনকে টেকসই করতে ৮০০ থেকে ৯০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে শুধুমাত্র স্টার্টআপ কোম্পানিগুলোই মূলধন সহায়তা পাবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আজ সোমবার (৭ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর ‘Startup Connect’ সেশনে এ ঘোষণা দেন।
কী বলছেন গভর্নর?
গভর্নর আহসান এইচ মনসুর বরলন, এই তহবিলের অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ করা হবে। আমরা শিগগিরই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করবো।
যেখানে সম্ভাবনা, সেখানে সহায়তা
স্টার্টআপ কানেক্ট সেশনের মূল স্লোগান ছিলো, ‘Empowering Innovation, Connecting Opportunity’। এখানে দেশি-বিদেশি তরুণ উদ্যোক্তা, ভেঞ্চার ক্যাপিটালিস্ট ও বিনিয়োগকারীসহ বিভিন্ন প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেন।
কানাডাপ্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা তানভীর আলী বলেন, বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠী একটি অপার সম্ভাবনার উৎস। কিন্তু এখনো স্টার্টআপ খাতে বিনিয়োগ খুবই সীমিত।
উদ্যোক্তাদের পথে বড় চ্যালেঞ্জ: লালফিতা ও প্রক্রিয়াগত জটিলতা
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সরকারি প্রক্রিয়ায় নানা জটিলতা নতুন উদ্যোক্তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিডার চেয়ারম্যানের ভাষ্যে, উদ্ভাবনী শক্তি থাকলেও পুঁজি না থাকায় তরুণরা উদ্যোগে ঝাঁপিয়ে পড়তে পারেন না। এ তহবিল সে বাধা ভাঙবে।
আন্তর্জাতিক আগ্রহও বাড়ছে
এ সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের ৪০টি দেশের ৫০০+ বিদেশি বিনিয়োগকারী। তাদের বাংলাদেশের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে নিয়ে যাওয়া হবে।
প্রধান উপদেষ্টার আইসিটি সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, আইসিটি সচিব শীশ হায়দার চৌধুরী, লিংকডইনের সহ-প্রতিষ্ঠাতা (ভার্চুয়াল বার্তা) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই তহবিল কাদের জন্য?
- নিবন্ধিত স্টার্টআপ কোম্পানি
- যাদের উদ্ভাবনী প্রযুক্তি, সমাধান বা ব্যবসায়িক মডেল আছে
- যাদের মূলধন ঘাটতি আছে
- যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগের পর্যায়ে পৌঁছাতে পারেননি
এ তহবিল শুধু অর্থ নয়, একটি ‘মাইন্ডসেট চেঞ্জ’—যেখানে উদ্ভাবনী চিন্তা, ঝুঁকি নেয়ার মানসিকতা এবং তরুণ নেতৃত্বের উপর আস্থা স্থাপন করছে বাংলাদেশ। স্টার্টআপদের জন্য এটি হতে পারে এক ঐতিহাসিক মাইলফলক।
সবার দেশ/কেএম