স্বর্ণের ভরিতে রেকর্ড মূল্যবৃদ্ধি, বাজারে তোলপাড়!
সোনার দাম আকাশ ছুঁতে কত বাকি?

বাংলাদেশে স্বর্ণের দাম যেন এখন আরেক ‘শেয়ারের বাজার’। কয়েকদিন পরপরই নতুন চমক! আজ দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৬৭,৮৩৩ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মূল্যবৃদ্ধি কত?
প্রতি ভরিতে বেড়েছে ২ হাজার ৬২৪ টাকা। এ নতুন দাম ২০ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
কেন বাড়ছে দাম?
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য আন্তর্জাতিক বাজারে বাড়ছে। তারই প্রভাব পড়ছে দেশীয় বাজারে।
মাত্র ক’দিন আগেই...
মাত্র কয়েকদিন আগে, ১৭ এপ্রিল, একবার দাম বাড়ানো হয়েছিলো। তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ১,৬৫,২০৯ টাকা। অর্থাৎ, মাত্র তিন দিনের ব্যবধানে আবার বড়ধরনের মূল্যবৃদ্ধি।
সোনার দাম—অর্থনীতির বারোমাসি?
বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ডলার ও জিও-পলিটিক্যাল টেনশন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, বৈশ্বিক মন্দার আশঙ্কা—এসবের কারণে বিনিয়োগকারীরা স্বর্ণে ঝুঁকছেন। এর ফলেই দামের এ রেকর্ড উল্লম্ফন।
মজার ব্যাপার হচ্ছে, দেশের অর্থনীতি যখন চাপে, তখন স্বর্ণের বাজার থাকে সবচেয়ে চাঙা। হয়তো একদিন বলতে হবে—গহনার দোকানে না, আজকাল মানুষ বিনিয়োগের জন্য সোনা কিনছে!
আপনি কি ভাবছেন এখন সোনা কিনবেন, না বিক্রি করবেন? নাকি অপেক্ষা করবেন—কবে আবার ভরিতে ২ হাজার করে কমবে?
একটি জিনিস নিশ্চিত—স্বর্ণ এখন কেবল অলঙ্কার নয়, বরং নিরাপদ বিনিয়োগের প্রতীক।
সবার দেশ/কেএম