আর্থিক খাত পুরোপুরি এগোতে পারেনি: গভর্নর
বাংলাদেশের আর্থিক খাতের উন্নতি সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর মন্তব্য করেছেন যে, দেশটি ব্যাংকিং সেক্টরসহ আর্থিক খাতে অনেক দূর এগিয়েছে, তবে উন্নতির যে লক্ষ্য ছিল, তা অর্জিত হয়নি। তিনি বলেন, আমরা সবার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারিনি, তাই এর জন্য আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিআইবিএমের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. মনসুর আরো উল্লেখ করেন যে, ব্যাংকিং সেক্টরের ট্রেনিংয়ের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধির উপরও গুরুত্ব দেয়া প্রয়োজন। তিনি সতর্ক করেন, যদি ব্যাংকিং ব্যবস্থায় নৈতিকতা না থাকে, তবে অর্থনৈতিক কার্যক্রম অনর্থের কারণ হয়ে উঠতে পারে।
গভর্নর আরও বলেন, ব্যাংকিং খাতকে আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে এবং এর জন্য সবুজ ব্যাংকিং ও আর্থিক অন্তর্ভুক্তি (Financial Inclusion) বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। কেন্দ্রীয় ব্যাংক অনেক ফান্ড সংরক্ষণ করছে, কিন্তু ব্যাংকগুলো এসব ফান্ডে আগ্রহ দেখাচ্ছে না। তিনি ব্যাংকগুলোকে এগিয়ে এসে এ সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।
এছাড়া, ড. মনসুর ব্যাংকিং খাতে নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য জলবায়ু পরিবর্তন এবং গ্রিন ফিন্যান্সিং নিয়ে কাজ করার গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, সাসটেইনেবল ফিন্যান্স (টেকসই অর্থায়ন) ছাড়া ব্যাংকিং খাতের উন্নতি সম্ভব নয় এবং এজন্য এসএমই এবং গ্রিন ফিন্যান্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান।
এ সময় অনুষ্ঠানে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, বিআইবিএমের মহাপরিচালক আক্তারুজ্জামান এবং বিআইবিএমের অধ্যাপক শাহ মো. আহসান হাবীব উপস্থিত ছিলেন।
সবার দেশ/এওয়াই