Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫২, ৩০ ডিসেম্বর ২০২৪

সোববার থেকে নতুন দর কার্যকর

ফের কমলো সোনার দাম 

ফের কমলো সোনার দাম 
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সোনার দাম আবার কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ৫০ টাকা কমে নতুন দাম এক লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা হয়েছে।

এ মূল্য হ্রাস সোমবার (৩০ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। ২১ ক্যারেটের সোনার দাম এক লাখ ৩২ হাজার ১ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ১৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৯২ হাজার ৮৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার দাম ভরি দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবার দেশ/এ্রওয়াই