রাজস্ব বাড়ানোর স্বার্থে কিছু পণ্যে বাড়তি কর: অর্থ উপদেষ্টা
কর সমন্বয়ে কিছুটা ছাড়, কিছুটা বাড়তি
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর শর্ত পূরণে নয়, বরং রাজস্ব বাড়ানোর জন্য বিভিন্ন পণ্যের ওপর কর ও ভ্যাট বৃদ্ধি করেছে। তিনি বলেন, কিছু পণ্যে বড় কর ছাড় দেয়া হয়েছে, এবং সে ঘাটতি মেটাতে এ কর বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৪৩টি পণ্যের ওপর ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাবে না বলে তিনি উল্লেখ করেন এবং জানান যে সাধারণ মানুষের কষ্ট হবে না। তবে, তিন তারকা মানের হোটেল ও রেস্তোরাঁর ওপর কর বাড়ানো হয়েছে, সাধারণ মানের হোটেল ও রেস্তোরাঁর ওপর বাড়ানো হয়নি।
ড. সালেহউদ্দিন আহমেদ আরও জানান যে, ২০২৫ সালে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে এবং ব্যাংকগুলোকে পর্যাপ্ত সাপোর্ট দেয়া হবে। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোরও প্রতিশ্রুতি দেন তিনি।
এছাড়া, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, সিগারেট, মদ, পোশাকের শো-রুম, বিমান টিকিট, হোটেল, রেস্তোরাঁ, ড্রিংসসহ ৪৩টি পণ্যের ওপর শুল্ক ও ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন পেলে এটি শিগগিরই কার্যকর হতে পারে।
সবার দেশ/এ্রওয়াই