ব্যাংক হিসাব তলব আরও ২১ সাংবাদিকের
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আরও ২১ জন সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে। পাশাপাশি তাদের ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে। বিএফআইইউ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ নির্দেশনা পাঠিয়েছে। তাদের ব্যাংক হিসাব খোলার ফরম, কেওয়াইসি (কাস্টমার ইয়নওয়ারনেস) এবং লেনদেন বিবরণীসহ অন্যান্য প্রয়োজনীয় দলিল সাত কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য বলা হয়েছে।
তলব করা সাংবাদিকদের মধ্যে রয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, বাসসের সিনিয়র রিপোর্টার শাহনাজ সিদ্দিকী, ডিবিসি নিউজের বার্তা প্রধান প্রণব সাহা, এস এ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, সাবেক প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার, ইন্ডিপেন্ডেন্ট টিভির বার্তা প্রধান মামুন আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান সম্পাদক ও সিইও এম শামসুর রহমান, সমকালের সাংবাদিক রামা প্রসাদ, বাংলাদেশ প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মো. রুহুল আমিন রাসেল এবং আরও অনেক জনপ্রিয় সাংবাদিক।
এ পদক্ষেপটি নেয়া হয়েছে সন্দেহজনক লেনদেন বা অর্থপাচার এবং অন্য কোনো অনিয়মের প্রমাণ পাওয়ার লক্ষ্যে। বিএফআইইউ যখন এ তথ্য সংগ্রহ করে, তখন তারা দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ তদন্তের জন্য সহায়তা করে থাকে।
এ ঘটনা দেশে একটি নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে, যেখানে আগের ক্ষমতাসীন দলের অপকর্মের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তদন্ত চলছে। এ পদক্ষেপটি সরকারের বিভিন্ন স্তরের কার্যক্রমের প্রতি নজর রাখার জন্য এক ধরনের সিগন্যাল প্রদান করছে, তবে সাংবাদিক সমাজ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এ তলব নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
সবার দেশ/এওয়াই