Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ২১ এপ্রিল ২০২৫

পোপ ফ্রান্সিস মারা গেছেন

পোপ ফ্রান্সিস মারা গেছেন
ফাইল ছবি

পোপ ফ্রান্সিস, রোমান ক্যাথলিক গির্জার ২৬৬তম প্রধান এবং প্রথম লাতিন আমেরিকান পোপ, ২১ এপ্রিল ২০২৫ তারিখে ভ্যাটিকানে তার বাসভবন কাসা সান্তা মার্তায় ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। 

ভ্যাটিকানের ক্যামেরলেনগো কার্ডিনাল কেভিন ফারেল স্থানীয় সময় সকাল ৭:৩৫ মিনিটে তার মৃত্যুর ঘোষণা দেন। 

জর্জ মারিও বেরগোলিও নামে জন্মগ্রহণকারী পোপ ফ্রান্সিস ২০১৩ সালে পোপ হিসেবে নির্বাচিত হন। তিনি তার পন্টিফিকেটে গির্জার সংস্কার, পরিবেশ রক্ষা, অভিবাসীদের অধিকার, এবং প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে গির্জা ৯ দিনের শোক পালন করবে এবং নতুন পোপ নির্বাচনের জন্য কার্ডিনালদের সমবেত করা হবে।

ইস্টার উদযাপনের পরদিনই মারা গেলেন এ ধর্মগুরু। আগের দিন রোববারই তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেভি ভ্যান্সের সঙ্গে দেখা করেছিলেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: