সাকিবের আ.লীগে যোগদান ঠিক হয়নি: প্রেস সচিব

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সমালোচনা করেন।
শফিকুল আলম বলেন, সাকিব বাংলাদেশ ক্রিকেটের একজন আইকন। কিন্তু আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী, গুম-খুনের দলে যোগদান করা তার জন্য ঠিক হয়নি। কোনো সভ্য দেশে এমনটি হতে পারে না।
তিনি উল্লেখ করেন, ২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনাসহ আওয়ামী লীগের শাসনামলে অসংখ্য গুম ও হত্যার ঘটনা জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে সাকিবের এ দলে যোগদান জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি।
আওয়ামী লীগকে ‘নিকৃষ্ট’ ও ‘রক্তাক্ত হাতের দল’ আখ্যা দিয়ে শফিকুল আলম বলেন, এ দল তিন-চার হাজার ছেলে-মেয়েকে খুন করেছে। তাদের প্রতিটি নেতা খুনের দায়ে অভিযুক্ত। তিনি রাজনৈতিক দলে যোগদানের অধিকারের কথা স্বীকার করলেও প্রশ্ন তুলে বলেন, রাজনীতি করা যেকোনx মানুষের অধিকার। কিন্তু আপনি কোন দলে যোগদান করছেন, সেটি ভাবার বিষয়। জেনে-বুঝে কি কেউ জঙ্গি দলে যোগদান করে?
প্রেস সচিবের এ মন্তব্য সাকিবের আওয়ামী লীগে যোগদান নিয়ে চলমান বিতর্ককে আরও উসকে দিয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এ প্রেক্ষাপটে সাকিবের রাজনৈতিক পদক্ষেপ অনেকের কাছে অপ্রত্যাশিত এবং সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে প্রেস সচিব মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, মাগুরা মেডিকেল কলেজের শিক্ষা ও সেবার মান সন্তোষজনক। তিনি বলেন, এখানে এসে যা দেখলাম, তাতে মনে হচ্ছে মাগুরা মেডিকেল কলেজ ভালোভাবে চলছে। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, তারা নিশ্চিত করেছেন যে আপাতত মাগুরা মেডিকেল কলেজকে মার্জ করা হবে না।
সবার দেশ/কেএম