Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৬, ১২ মার্চ ২০২৫

নানকের সহযোগীকে ধরার পর ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

নানকের সহযোগীকে ধরার পর ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী গোলাম মোস্তফাকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ৫টি মামলা রয়েছে। 

বুধবার (১২ মার্চ) মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার বি ব্লকের ৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া গোলাম মোস্তফা জাহাঙ্গীর কবির নানকের অন্যতম সহযোগী ছিলেন। তার নামে রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ৫টি মামলা রয়েছে।

এরমধ্যে মোহাম্মদপুর থানার মামলা নম্বর ৬৯, রামপুরা থানার মামলা নম্বর ১৮, বাড্ডা থানার মামলা নম্বর ১৬, ক্যান্টনমেন্ট থানার মামলা নম্বর ১৬ ও চকবাজার থানার মামলা নম্বর ৫৬।

সবার দেশ/কেএম