মিরপুরের শাহআলীবাগে নতুন ভাড়াটিয়াকে অপদস্থ
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর ৪টা। আকস্মিক বেশ কিছু মানুষের গলার আওয়াজে মহল্লার অনেকের ঘুম ভাঙ্গে। মহল্লার প্রত্যক্ষদর্শীরা বলছেন, আমরা বেলকনিতে এসে গলা উঁচিয়ে দেখছি ১০/১২ জন তরুণ একজন বয়স্ক লোকের সঙ্গে ধ্বস্তাধস্তি করছে।
জানা গেছে, মহল্লার মধ্যে একটি বাড়িতে বিয়ের উৎসবের জন্য রাস্তায় গেট করে আলোক সজ্জা করা হয়েছে। আগন্তক ভদ্রলোক মহল্লার নতুন ভাড়াটিয়া। ওঠবেন প্রিয়াঙ্কা গার্ডেনে। ৭ টনী ট্রাকে করে তার মালামাল ও আসবাবপত্র নিয়ে এসেছেন নতুন ভাড়া বাসায় ওঠবেন বলে। কিন্তু ওই মহল্লার এক এক বাড়ির বিয়ে উপলক্ষে আলোক সজ্জা এতোটাই নিচু করে করা হয়েছে যে, ট্রাক কোনভাবে ডুকবে না। অগত্যা ভদ্রলোক নিরুপায় ট্রাকসহ রাস্তায়ই সময় পার করছেন।
সকাল হলে ওই মহল্লার একজন দয়াপরবশ হয়ে একটি ভ্যান ভাড়া করে দিয়ে ভদ্রলোককে সহায়তা করেন।
মহল্লার ওই সজ্জন ব্যক্তির অভিমত, ৪ টার সময় আগন্তুক ভদ্রলোকে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের সামনে যেভাবে অপদস্ত করা হলো। এটা খুবই অনভিপ্রেত। তিনি তো একসময় এই মহল্লারই হয়ে ওঠবেন। প্রতিদিনি দেখা হবে এই তরুনদের সঙ্গেই। তারা কি আর কখনও স্বাভাবিক হতে পারবেন? একই মহল্লায় থেকেও মনের দিক থেকে কে তারা দূরেই অবস্থান করবেন। দিন দিন তরুণদের আচরণ কেনো যেনো অসহিষ্ণু হয়ে উঠছে, বলছেন ওই সজ্জন ব্যক্তি।
সবার দেশ/এনএন