Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৮, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:১২, ২ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই বিপ্লবে আহতদের সড়ক অবরোধ 

জুলাই বিপ্লবে আহতদের সড়ক অবরোধ 
ছবি: সবার দেশ

শ্যামলীর ছেড়ে এবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই-আগস্ট আন্দোলনে আহতরা।

প্রধান উপদেষ্টার কার্যালয় ‘যমুনা’ অভিমুখী সড়কে অবস্থান নিয়ে তারা যান চলাচল বন্ধ করে দিয়েছেন। ৭ দফা দাবি নিয়ে শনিবার সন্ধ্যা থেকে আন্দোলন শুরু করেন পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউট এ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। 

রাতভর পঙ্গু হাসপাতালের সামনের রাস্তায় অবস্থান শেষে রোববার সকাল ১১টা থেকে তারা শ্যামলী শিশু মেলা মোড়ে অবস্থান নিয়ে পুরো এলাকার যান চলাচল বন্ধ করে দেন। শনিবার সন্ধ্যা থেকে শুরু করে রোববার দিনভর সড়ক অবরোধ করে রাখার পরও সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসায় সন্ধ্যার পর তারা শিশু মেলা থেকে রিকশাযোগে প্রধান উপদেষ্টার কার্যালয় ‘যমুনা’র উদ্দেশ্যে রওনা করেন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পৌঁছালে নিরাপত্তার স্বার্থে তাদের পথরোধ করে পুলিশ। পুলিশের বাধার মুখে তারা সেখানেই অবস্থান নিয়েছেন। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, জুলাই বিপ্লবে আহতরা যুমনায় প্রবেশ করতে চেয়েছিলেন। কিন্তু নিরাপত্তার স্বার্থে তাদের যেতে নিষেধ করি। এরপর তারা আমাদের ব্যারিকেডের সামনে রাস্তায় বসে পড়েন। 

সেখানে পুলিশের ব্যারিকেড দেখে ক্ষোভ প্রকাশ করেন তারা। এক পর্যায়ে ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। তাদের দাবি- 

১. ২৪ এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার।

২. ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেফতার।

৩. আহতদের কেটাগরী সঠিকভাবে প্রণয়ন।

৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন।

৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬. আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহত করতে হবে।

সবার দেশ/কেএম