Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

মির্জা আজমকে ধরতে ধানমন্ডির বাড়ি ঘিরে অভিযান

মির্জা আজমকে ধরতে ধানমন্ডির বাড়ি ঘিরে অভিযান
ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর ঘিরে রাখা বাড়িতে অভিযান শুরু হয়েছে। ওই বাড়িতে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম থাকতে পারেন বলে ধারণা অভিযানিক দলের।

র‌্যাব, পুলিশ ছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক), এনএসআই অভিযানে অংশ নিয়েছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে ধানমন্ডি ২৮ নম্বর রোডের ১৬ নম্বর বাসা প্রথমে ঘিরে রাখেন র‌্যাব সদস্যরা। পরে রাত সোয়া ১১টার দিকে কিছু র‌্যাব সদস্য বাসায় প্রবেশ করলে শুরু হয় অভিযান। 

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম রাত দেড়টায় গণমাধ্যমকে বলেন, মূলত র‌্যাবের তথ্যের ভিত্তিতে এ অভিযান শুরু হয়েছে। পুলিশের সদস্যরা সেখানে আছেন। তথ্য রয়েছে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ওই বাড়িতে থাকতে পারেন। এখনো অভিযান চলমান। অভিযান শেষ না হলে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত ভালো কোন খবর পাওয়া যায়নি।

সবার দেশ/এমকেজে