২৫ ডিসেম্বরসহ আরও ২ দিন বন্ধ ঢাবি মেট্রো স্টেশন
নিরাপত্তাজনিত কারণে আজ বড়দিনে (২৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্ট্রেশন বন্ধ রয়েছে। বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. ইফতেখার হোসেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছে। তারা আমাদের একটি চিঠি দিয়েছে, যার প্রেক্ষিতে আজ সেখানে মেট্রোরেল থামানো হচ্ছে না। তবে আগামীকাল থেকে পুনরায় মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে থামানো হবে।
একইভাবে, আগামী ৩১ ডিসেম্বর ও নতুন বছরের (২০২৫) প্রথম দিনও (১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে। এর আগে গত ১৬ ডিসেম্বরও একই কারণে ঢাবি মেট্রো ষ্টেশন বন্ধ রাখা হয়েছিল।
মূলত মেট্রোস্টেশনের মাধ্যমে বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ সহজ হওয়ায় নির্দিষ্ট দিনে স্টেশনটি সাময়িক বন্ধ রাখার এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বার্তাসংস্থা ইউএনবিকে জানিয়েছিলেন প্রক্টর সাইফুদ্দীন আহমদ
ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ ডিসেম্বর প্রক্টর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রক্টর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথ রয়েছে, যা প্রয়োজনে বন্ধ রাখা সম্ভব। তবে মেট্রোরেল স্টেশনের মাধ্যমে বহিরাগতদের প্রবেশাধিকার সীমিত করা সম্ভব হয় না।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো বন্ধ করলেও মেট্রো স্টেশনের মাধ্যমে বহিরাগতরা সহজেই ক্যাম্পাসে প্রবেশ করতে পারেন। এ কারণেই স্টেশনটি সাময়িক বন্ধ রাখার প্রস্তাব করেছি, যা ইতোমধ্যেই অনুমোদিত হয়েছে।
সবার দেশ/এওয়াই