Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৮, ১৪ মার্চ ২০২৫

ধর্ষণের ঘটনায় ‘বিজেএসএ’র তীব্র নিন্দা ও ক্ষোভ

ধর্ষণের ঘটনায় ‘বিজেএসএ’র তীব্র নিন্দা ও ক্ষোভ
ফাইল ছবি

সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে বেশ কিছু ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সংগঠনের সভাপতি মোঃ আমিরুল ইসলাম এবং মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ধর্ষণের ঘটনা আমাদের সকলকে ব্যথিত করেছে। দেশের সচেতন ছাত্র-জনতা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। এমন গর্হিত অপরাধের পুনরাবৃত্তিতে 'বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন' তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে। 

বিবৃতিতে বলা হয়, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও নিপীড়ন দমন ও দ্রুত বিচার নিশ্চিতের নিমিত্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 'নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০' প্রণয়নপূর্বক বিশেষ ট্রাইবুন্যাল গঠন করে। কিন্তু দুঃখের বিষয় হলো ২৫ বছর পেরিয়ে গেলেও যে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে আইনটি করা হয়েছিলো তা পরিপূর্ণ বাস্তবায়িত হয়নি। 

তারা বলেন, বিদ্যমান বিচার ব্যবস্থার মূল সমস্যা হচ্ছে অপরাধ প্রমাণ করার ক্ষেত্রে যে সকল স্টেকহোল্ডার আছে তারা অনেক ক্ষেত্রেই সমন্বিত উপায়ে কাজ করতে পারছেন না। নারী ও শিশু নির্যাতন মামলার বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে মামলার সংখ্যার সাথে সঙ্গতি রেখে দেশে পর্যাপ্ত সংখ্যক 'নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল' না থাকা। আবার বিদ্যমান ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ 'নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল' এর মামলার পাশাপাশি 'শিশু আদালত' ও 'মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল' এর বিচারক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। 

বিবৃতিতে আরও বলা হয়, সারা দেশে ১,৫১,৩১৭ হাজার মামলার বিপরীতে মাত্র ১০১ টি 'নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল' রয়েছে। সে হিসাবে গড়ে প্রতিটি ট্রাইব্যুনালে প্রায় ১,৫০০ টি মামলা বিচারাধীন আছে। উপরন্তু ট্রাইব্যুনালে পর্যাপ্ত সংখ্যক সহায়ক কর্মচারীর পদ সৃজন করা হয়নি। সে কারণে দেশে বিদ্যমান ট্রাইব্যুনালগুলোও তাদের প্রত্যাশিত কার্য সম্পাদন করতে পারছেন না। 

বিবৃতিতে পরামর্শ দিয়ে বলা হয়, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত ও সংঘটিত অপরাধসমূহের দ্রুত বিচার নিষ্পত্তির স্বার্থে পর্যাপ্ত সংখ্যক কর্মচারীসহ প্রয়োজনীয় সংখ্যক 'নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল' প্রতিষ্ঠা জরুরি। এমতাবস্থায়, 'বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন' বিদ্যমান মামলা এবং বাস্তবতা বিবেচনায় এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার দ্রুত বিচারের স্বার্থে অবিলম্বে কমপক্ষে আরো ২০০ টি 'নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল' গঠনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছে। একই সাথে বিদ্যমান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোর ওপর অর্পিত 'শিশু আদালত' ও 'মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল' এর অতিরিক্ত দায়িত্ব পরিবর্তনপূর্বক পৃথক 'শিশু আদালত' ও 'মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল' গঠনেরও আহ্বান জানাচ্ছে। 

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: