Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০০, ১৯ মার্চ ২০২৫

‘জিয়া’ ফের মুক্তি পেলো ‘চন্দ্রিমা’ থেকে

‘জিয়া’ ফের মুক্তি পেলো ‘চন্দ্রিমা’ থেকে
ফাইল ছবি

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থল ‘জিয়া উদ্যান’-এর নাম পুনর্বহাল করা হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ‘চন্দ্রিমা উদ্যান’-এর নাম পরিবর্তন করে ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হলো।

এর আগে, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ‘জিয়া উদ্যান’-এর নাম পরিবর্তন করে ‘চন্দ্রিমা উদ্যান’ রাখা হয়। তবে চলমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আবারও পূর্বের নাম ‘জিয়া উদ্যান’ পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে।

‘জিয়া উদ্যান’ জাতীয় সংসদ ভবনের পাশেই ৭৪ একর জমির ওপর বিস্তৃত। এটি রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কেন্দ্র করে এখানে একটি মাজার কমপ্লেক্স গড়ে উঠেছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন এবং জিয়ারত করেন।

নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা হিংসার বশবর্তী হয়ে জিয়া পরিবারের ওপর বেশ কয়েকবার অন্যায় আচরণ করেছেন। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে জিয়ার মাজারে যাওয়ার লেকের ওপর নির্মিত বেইলী ব্রিজটিও উঠিয়ে নিয়ে যায়। তার কবর ওই উদ্যান থেকে সরানোর জন্য বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও প্রবল গণরোষের ভয়ে পিছু হঠেন।

সবার দেশ/কেএম