Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ২২ মার্চ ২০২৫

আপডেট: ০০:৪৯, ২২ মার্চ ২০২৫

রাজধানীর ধানমন্ডিতে আ.লীগের মিছিলের চেষ্টা, ৩ জনকে গণপিটুনি

রাজধানীর ধানমন্ডিতে আ.লীগের মিছিলের চেষ্টা, ৩ জনকে গণপিটুনি
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের সমর্থনে মিছিল করেছে দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের মারধর করে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ইফতারের পরপর যখন সবাই ইফতার ও নামাজ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই  ২৫-৩০ জনের একটি দল মিছিল নিয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে স্লোগান দেয়া হচ্ছিলো শেখ হাসিনার ফিরে আসা নিয়ে।

এ সময় স্থানীয়দের বাধার মুখে পড়েন মিছিলকারীরা। একপর্যায়ে উত্তেজিত জনতা তিনজনকে ধরে ফেলে এবং তাদের মারধর করে। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আটক হওয়া তিনজন হলেন- কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবণী (৩৫), সিরাজুল (৪৫) এবং রাজু (৩০)।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

‘নাহিদ উজ জামান’ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলটি লাইভ করা হয়। এতে দেখা যায়, মিছিলে অংশ নেয়া ব্যক্তিরা শেখ হাসিনার ফিরে আসার দাবিতে নানা স্লোগান দিচ্ছিলেন।

স্থানীয়দের প্রতিরোধে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। জনতার হাতে আটক তিনজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আওয়ামী লীগ সমর্থকদের প্রকাশ্যে মিছিল ও স্লোগান দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে।

সবার দেশ/কেএম