ঈদের দিন মেট্রোরেল বন্ধ

পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ঘোষণা দিয়েছে, ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
এ ঘোষণা শনিবার (২৯ মার্চ) ডিএমটিসিএল এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরবর্তী দিনগুলোতে মেট্রোরেল যথা নিয়মে চলাচল অব্যাহত থাকবে।
এ সিদ্ধান্তের মাধ্যমে, মেট্রোরেল কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ব্যবস্থা নিয়েছে।
সবার দেশ/কেএম