Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ৩০ মার্চ ২০২৫

ঢাকায় ঈদের জামাত কখন কোথায়

ঢাকায় ঈদের জামাত কখন কোথায়
ফাইল ছবি

বাংলাদেশের আকাশে আজ রোববার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এ ছাড়া পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকায় বিভিন্ন স্থানে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। নিম্নে উল্লেখিত স্থান ও সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে:​

জাতীয় ঈদগাহ ময়দান:

প্রধান ঈদ জামাত: সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে এ জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ​

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ:

প্রথম জামাত: সকাল ৭টায়​
দ্বিতীয় জামাত: সকাল ৮টায়​
তৃতীয় জামাত: সকাল ৯টায়​
চতুর্থ জামাত: সকাল ১০টায়​
পঞ্চম জামাত: সকাল ১০টা ৪৫ মিনিটে​

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা:

ঈদ জামাত: সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ​

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ (মসজিদুল জামি’আ):

প্রথম জামাত: সকাল ৮টায়​
দ্বিতীয় জামাত: সকাল ৯টায়​

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ:

জমিয়তে আহলে হাদিসের প্রধান জামাত: সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ​

আগারগাঁও পুরাতন বাণিজ্যমেলা মাঠ:

ঢাকায় ঈদের সবচেয়ে বড় জামাত: সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এখানে একসঙ্গে প্রায় ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। ​

গুলশান সেন্ট্রাল মসজিদ:

প্রথম জামাত: সকাল সাড়ে ৬টায়​
দ্বিতীয় জামাত: সকাল সাড়ে ৭টায়​
তৃতীয় জামাত: সকাল ৯টায়​

লালবাগ শাহী মসজিদ:

প্রথম জামাত: সকাল ৮টায়​
দ্বিতীয় জামাত: সকাল ৯টায়​

পুরান ঢাকার তারা মসজিদ:

প্রথম জামাত: সকাল সাড়ে ৮টায়​
দ্বিতীয় জামাত: সকাল ৯টায়​

সোবহানবাগ জামে মসজিদ:

ঈদ জামাত: সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ​

বসুন্ধরা আবাসিক এলাকা:

মারকাজুল ফিকরিল ইসলামি (বড় মসজিদ): সকাল ৭টায়​
সি ব্লক উম্মে কুলসুম জামে মসজিদ: সকাল ৭টা ১৫ মিনিটে​
এফ ব্লক জামে মসজিদ: সকাল সাড়ে ৭টায়​
জি ব্লক বায়তুল জান্নাত জামে মসজিদ: সকাল ৮টায়​
কে ব্লক মদিনাতুল উলুম মসজিদ: সকাল ৮টা ১৫ মিনিটে​
এন ব্লক ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান জামে মসজিদ: সকাল সাড়ে ৮টায়​

বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠ:

প্রধান জামাত: সকাল ৭টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে জামাতগুলো নিম্নোক্ত মসজিদে স্থানান্তরিত হবে:​

বুয়েট কেন্দ্রীয় মসজিদ: সকাল সাড়ে ৭টায়​

বকশিবাজার বায়তুস সালাম মসজিদ: সকাল ৮টায়​

আজাদ আবাসিক এলাকা মসজিদ: সকাল ৮টায়​

মগবাজার বিটিসিএল কলোনি জামে মসজিদ:

ঈদ জামাত: সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এ জামাত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ​

ধানমন্ডি তাকওয়া মসজিদ:

প্রথম জামাত: সকাল সাড়ে ৮টায়​
দ্বিতীয় জামাত: সকাল সাড়ে ৯টায়​

ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ:

ঈদ জামাত: সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ​

মিরপুর দারুস সালাম মীর বাড়ি আদি জামে মসজিদ:

প্রথম জামাত: সকাল সাড়ে ৭টায়​
দ্বিতীয় জামাত: সকাল ৯টায়​

মিরপুর ১২ নম্বর সেকশন হারুন মোল্লাহ ঈদগাহ: সকাল সাড়ে ৭টায়​

সবার দেশ/কেএম