চাঁদরাতে ঈদের কেনাকাটায় ধুম

ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। রাজধানীর বিভিন্ন মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরাও চাঁদরাত উপলক্ষে দিচ্ছেন বিশেষ ছাড়, যা ক্রেতাদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে।
রোববার (৩০ মার্চ) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, নিউমার্কেট, ইস্টার্ন মল্লিকা, গাউছিয়া মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা যায়, শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা-বিক্রেতারা।
চাঁদরাতে শপিংয়ের আলাদা আনন্দ থাকে উল্লেখ করে নিউমার্কেটে পরিবারের সঙ্গে আসা এক ক্রেতা বলেন, চাঁদরাতে শপিং করার মধ্যে অন্যরকম আনন্দ কাজ করে। তাই ইফতার সেরে চলে এসেছি। তাছাড়া আজ অনেক কিছুতে ছাড়ও পাওয়া যাচ্ছে।
বসুন্ধরা সিটি শপিং মলে মানুষের ঢল নেমেছে। মার্কেটের প্রতিটি ফ্লোরেই ছিলো উপচেপড়া ভিড়। প্রবেশ গেটে, এমনকি এস্কেলেটরে উঠতেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে অনেককে।
গাউছিয়া মার্কেটে আসা ক্রেতা কামরুল ইসলাম বলেন, চাঁদরাতে কেনাকাটা করবো বলে আগেই মার্কেটে আসিনি। আজ পরিবারের সবার জন্য কেনাকাটা করবো।
ব্যবসায়ীরাও এ শেষ মুহূর্তে সর্বোচ্চ বিক্রির চেষ্টা করছেন। নূরজাহান মার্কেটের ব্যবসায়ী মো. সুমন বলেন, আজকেই তো শেষ বেচাকেনা। তাই যারা আসছেন, তাদের চেষ্টা করছি না ফিরিয়ে দিতে।
ইস্টার্ন মল্লিকার এক ব্যবসায়ী বলেন, অনেক ক্রেতা অপেক্ষা করে চাঁদরাতে কেনাকাটা করার জন্য। আমরাও চেষ্টা করি যাতে তারা তাদের পছন্দের পোশাক কিনতে পারেন। অল্প লাভ হলেও ছেড়ে দিচ্ছি।
চাঁদরাতে কেনাকাটা করতে আসা ক্রেতারা জানান, এ দিনে কেনাকাটার আনন্দই আলাদা। মার্কেটজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ব্যবসায়ীরাও জানান, পুরো বছর এ দিনটির অপেক্ষায় থাকেন তারা, কারণ চাঁদরাতেই সবচেয়ে বেশি বিক্রি হয়।
এভাবেই উৎসবের আমেজে চাঁদরাতে শেষ মুহূর্তের কেনাকাটায় মেতে উঠেছেন নগরবাসী।
সবার দেশ/কেএম