ঈদ আনন্দ মিছিল: ঐতিহ্যে ফিরেছে ঢাকা

ঈদুল ফিতরের আনন্দে ঢাকায় আয়োজিত হয়েছে বর্ণাঢ্য ‘ঈদ আনন্দ মিছিল’। সুলতানি-মোঘল আমলের ঐতিহ্য অনুসরণ করে আয়োজিত এ মিছিলে হাজারো মানুষ অংশ নিয়েছেন।
সোমবার (৩১ মার্চ) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়।
ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি
মিছিলের শুরুতেই ছিল পাঁচটি সুসজ্জিত ঘোড়ার গাড়ি। মিছিলে অংশ নেয়া মোট ১৫টি ঘোড়ার গাড়ি উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেছে।
ঈদের জামাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যান্ডপার্টির বাজনায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। বেজে ওঠে সে চিরচেনা সুর—
ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ...
এ সুরের সাথে সাথে হাজারো মানুষ একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।
মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক হয়ে খামারবাড়ি মোড় পেরিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে।
মিছিলে অংশ নেওয়া সালমান মাহমুদ বলেন, অনেকদিন পর ঢাকায় এমন জমকালো ঈদ উদযাপন হচ্ছে। মিছিলে অংশ নিয়ে দারুণ লাগছে। আমি পুরোটা সময় এখানে থাকবো।
অনেকেই ঐতিহ্যবাহী পোশাক পরে, পরিবারের সদস্যদের নিয়ে মিছিলে এসেছেন। শিশু-কিশোরদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, ঈদ আনন্দের ঐতিহ্যকে নতুনভাবে ফিরিয়ে আনতেই এ আয়োজন। ঐতিহ্যের পুনর্জাগরণ এ আনন্দ মিছিল আগামী বছর আরও বড় পরিসরে এটি করা হবে।
ঈদের আনন্দে পুরো ঢাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সবার দেশ/কেএম