Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ২ এপ্রিল ২০২৫

আপডেট: ০০:৫৬, ২ এপ্রিল ২০২৫

কুকুর নিয়ন্ত্রণে ৭ লাখ টাকা বাজেট ডিএসসিসির

কুকুর নিয়ন্ত্রণে ৭ লাখ টাকা বাজেট ডিএসসিসির
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ, বান্ধ্যাকরণ এবং চিকিৎসা প্রদানের জন্য প্রায় ৭ লাখ ৪০ হাজার টাকা বাজেট অনুমোদন করেছে।

সম্প্রতি ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঞা এক দফতর আদেশের মাধ্যমে এ বরাদ্দের অনুমোদন দিয়েছেন। আদেশে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের জন্য (মার্চ ২০২৫ থেকে জুন ২০২৫ পর্যন্ত) বছরব্যাপী বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় প্রাথমিক চিকিৎসা, ওষুধপত্র, যন্ত্রপাতি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয়ের জন্য এ অর্থ বরাদ্দ করা হয়েছে।

কুকুর নিয়ন্ত্রণের জন্য বিশেষ কমিটি গঠন

বেওয়ারিশ কুকুর বান্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ, অপসারণ এবং চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য ডিএসসিসি একটি তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে।

এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিশাত পারভীনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ভেটেরিনারি কর্মকর্তা ডা. শরণ কুমার সাহা এবং কমিটির সদস্য হিসেবে রয়েছেন ডা. সাদেকুজ্জামান রাকিব।

কুকুর নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ

ডিএসসিসির উদ্যোগে বেওয়ারিশ কুকুরের সংখ্যা কমিয়ে আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর মধ্যে অন্যতম:

বান্ধ্যাকরণ কার্যক্রম: নির্দিষ্ট এলাকায় কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে তাদের অস্ত্রোপচার করা হবে।

ওষুধ ও চিকিৎসা: রাস্তার কুকুরদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা প্রদান করা হবে।

অপসারণ: বিপজ্জনক ও সংক্রামক রোগে আক্রান্ত কুকুরদের নির্দিষ্ট এলাকায় স্থানান্তর করা হবে।

ডিএসসিসির একজন কর্মকর্তার মতে, এ উদ্যোগের মাধ্যমে শহরের কুকুর নিয়ন্ত্রণ কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হবে।

সামাজিক প্রতিক্রিয়া ও চ্যালেঞ্জ

কুকুর নিয়ন্ত্রণ কর্মসূচির বিরুদ্ধে পশুপ্রেমী সংগঠনগুলো অতীতে আপত্তি জানিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এটি একটি সুষম ব্যবস্থা যা জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাণীর কল্যাণের দিকটিও বিবেচনায় রাখছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আশা করছে, নতুন বাজেট এবং পরিকল্পনার মাধ্যমে কুকুর নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর ও দীর্ঘস্থায়ী হবে।

সবার দেশ/কেএম