গাজায় গণহত্যায় বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা

ফিলিস্তিনের গাজা, রাফাসহ বিভিন্ন অঞ্চলে ইসরাইলি সামরিক বাহিনীর লাগাতার নৃশংসতা, হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (BLSA)।
এক বিবৃতিতে অ্যাসোসিয়েশন জানায়, গত দেড় বছর ধরে ইসরাইলি বাহিনী নির্বিচারে নারী, শিশু, বৃদ্ধ, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ অগণিত নিরীহ মানুষকে হত্যা করছে। গাজা ও পার্শ্ববর্তী এলাকা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যাদের মানবিক অবস্থা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
অ্যাসোসিয়েশন বলেছে, মানবাধিকার, যুদ্ধবিধি ও আন্তর্জাতিক আইনকে তুচ্ছ করে ইসরাইল এবং তার মিত্ররা ইতিহাসের ভয়াবহতম গণহত্যা চালিয়ে যাচ্ছে, আর বিশ্ব সম্প্রদায় নির্লজ্জ নীরবতায় চোখ বুজে আছে।
সংগঠনটি শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহত ও বাস্তুচ্যুতদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, ওআইসি ও মানবাধিকার সংস্থাগুলোর প্রতি অবিলম্বে এ গণহত্যা বন্ধে কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
BLSA-র পক্ষ থেকে বলা হয়, আমরা ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং দখলদার ইসরাইলের বিরুদ্ধে দায়ীদের আন্তর্জাতিক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সংগঠনটি অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সক্রিয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্বের সকল নেতৃত্বের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।
সবার দেশ/কেএম