Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৯, ১৩ এপ্রিল ২০২৫

‘গাই বাংলার গান’- বৈশাখী লোকসংগীতের বর্ণিল আয়োজন 

‘গাই বাংলার গান’- বৈশাখী লোকসংগীতের বর্ণিল আয়োজন 
ফাইল ছবি

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী লোকসংগীতের বিশেষ আয়োজন ‘গাই বাংলার গান’। 

বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতীক এ দিনে বাংলার মাটির গান দিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলা লোকসংগীতের প্রাণপুরুষ আরিফ বাউলের নেতৃত্বে এ মনোজ্ঞ অনুষ্ঠানে বিশেষ পরিবেশনা উপস্থাপন করবেন সিকদার বাসুদেব ও দ্যুলোক, সুরালয়, বাউল সংঘ, খোকন চিশ্তি, তৌহদা চুমকি সহ আরও অনেক প্রখ্যাত ও উদীয়মান শিল্পী। উদ্যোক্তারা জানিয়েছেন, এ আয়োজনের মূল লক্ষ্য হলো বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া এবং পহেলা বৈশাখের উৎসবকে লোকসংগীতের মাধ্যমে আরও প্রাণবন্ত করা।

অনুষ্ঠানটি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং সকলের জন্য উন্মুক্ত থাকবে। গানের পাশাপাশি থাকবে লোকজ উপস্থাপনা, মেলা এবং বাঙালিয়ানায় ভরপুর একটি উৎসবমুখর পরিবেশ। আয়োজকরা প্রত্যাশা করছেন, এ অনুষ্ঠান বাংলার লোকসংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে নতুনভাবে উদযাপনের সুযোগ করে দেবে।

আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানানো হয়েছে, এ সাংস্কৃতিক উদ্যোগকে সংবাদ মাধ্যমে তুলে ধরে জনসাধারণের কাছে পৌঁছে দেয়ার জন্য সহযোগিতা করতে।

‘গাই বাংলার গান’ বাংলার লোকসংগীত ও সংস্কৃতির প্রতি নতুন প্রজন্মের আগ্রহ জাগানোর পাশাপাশি পহেলা বৈশাখের উৎসবকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা যায়। 

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়: