Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৭, ১৮ এপ্রিল ২০২৫

রাজধানীতে আ’লীগ ও জঙ্গি ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার

রাজধানীতে আ’লীগ ও জঙ্গি ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতার
ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে। 

শুক্রবার (১৮ এপ্রিল) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:  

  • শাহে আলম মুরাদ (৬০), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক  
  • মো. আরিফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ৫০ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি  
  • মো. শাখাওয়াত (৫০), ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর  
  • বাপ্পি রায়হান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল শাখার সহ-সভাপতি  
  • মো. শাহাবুদ্দিন (৫০), ঢাকা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি  
  • অ্যাডভোকেট আনিসুর রহমান, মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের ভাতিজা

অভিযানের বিবরণ:

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ডিবির বিভিন্ন দল এ গ্রেফতার সম্পন্ন করে। ডিবি সূত্রে জানা গেছে:  

  • শাহে আলম মুরাদকে উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।  
  • বাপ্পি রায়হানকে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকা থেকে এবং মো. আরিফ হোসেনকে একই এলাকায় পৃথক অভিযানে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ।  
  • মো. শাখাওয়াতকে খিলগাঁও এলাকা থেকে ডিবি মতিঝিল বিভাগ গ্রেফতার করে।  
  • মো. শাহাবুদ্দিনকে শান্তিনগর এলাকা থেকে ডিবি সাইবার টিম এবং অ্যাডভোকেট আনিসুর রহমানকে তেজগাঁও এলাকার একটি বাসা থেকে ডিবির আরেকটি দল গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলায় জড়িত ছিলেন। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে মামলার বিস্তারিত উল্লেখ করা হয়নি। 

গত ২৩ অক্টোবর ২০২৪-এ অন্তর্বর্তী সরকার জঙ্গি ছাত্রলীগকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করে, যার পর থেকে এ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।  

গ্রেফতারের পর তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ অভিযানে সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তা নেয়া হয়েছে।  

প্রেক্ষাপট:

এ গ্রেফতারের ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন একই দিন উত্তরায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ‘ছাত্রজনতার’ ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে আওয়ামী লীগের মিছিলকারীদের গ্রেফতার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানানো হয়। 

সবার দেশ/কেএম