রেললাইনে বাস, অল্পে রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

রাজধানীর মগবাজার রেলগেটে শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টা ৪৪ মিনিটের দিকে আজমেরী গ্লোরী পরিবহনের একটি বাস রেললাইনে আটকে যাওয়ার ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
সেশ্যাল মিডিয়া ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে এ ঘটনার চিত্র ধরা পড়েছে, যেখানে ট্রেন আসার সময় যাত্রীদের প্রাণভয়ে বাসের জানালা দিয়ে লাফিয়ে নামতে দেখা গেছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, এফডিসি-হাতিরঝিল ক্রসিং থেকে মগবাজারের দিকে যাওয়ার পথে আজমেরী গ্লোরী পরিবহনের বাসটি রেললাইনে উঠে হঠাৎ আটকে যায়। চালক বেশ কয়েকবার চেষ্টা করেও বাসটিকে সামনে বা পিছনে নড়াতে পারেননি। এ সময় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে উত্তরবঙ্গগামী একটি ব্রড গেজ ট্রেন দ্রুত গতিতে এগিয়ে আসছিলো। বাসটি রেললাইনে আটকে থাকায় গেটকিপাররা ব্যারিয়ার ফেলতে পারছিলেন না। তারা বাঁশি বাজিয়ে এবং সংকেত দিয়ে যাত্রী ও পথচারীদের সতর্ক করার চেষ্টা করেন।
প্রাণভয়ে বাসের যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নামতে শুরু করেন, এবং বেশ কয়েকজন নিরাপদে নেমে যান। ঠিক এমন সময় চালক শেষ মুহূর্তে বাসটিকে পেছনে সরিয়ে নিতে সক্ষম হন। কয়েক সেকেন্ড পর উত্তরবঙ্গগামী ট্রেনটি মগবাজার রেলগেট অতিক্রম করে। সৌভাগ্যবশত, কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনা মগবাজার রেলক্রসিংয়ের নিরাপত্তা ও যানজট সমস্যাকে আবারও সামনে এনেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেলক্রসিংয়ে যানজটের কারণে বাসটি সম্ভবত রেললাইনে আটকে গিয়েছিলো। এর আগেও মগবাজার রেলগেটে অনুরূপ ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ১ ডিসেম্বর একটি ট্রেনের ধাক্কায় এ রেলক্রসিংয়ে বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছিল, যদিও সেবারও হতাহতের ঘটনা ঘটেনি।
প্রতিবেদন লেখার সময় (রাত ১টা ৩০ মিনিট) মধ্যরাত হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ বা আজমেরী গ্লোরী পরিবহনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে, এ ঘটনা রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জরুরি প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, মগবাজার রেলগেটে সঠিক সংকেত ব্যবস্থা এবং যানজট নিয়ন্ত্রণের অভাব এ ধরনের ঝুঁকিপূর্ণ ঘটনার কারণ।
বাংলাদেশ রেলওয়ে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উচিত এ ঘটনার তদন্ত করে রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় ব্যারিয়ার স্থাপন, ট্রাফিক সংকেত উন্নতকরণ এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়াতে বাসচালকদের জন্যও প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেয়া প্রয়োজন।
সবার দেশ/কেএম