প্রতিষ্ঠানের আদর্শ পুনরুদ্ধারে দৃঢ় অঙ্গীকার
স্বনির্ভর বাংলাদেশের দায়িত্বে নতুন নেতৃত্ব

স্বনির্ভর বাংলাদেশের নবগঠিত তত্ত্বাবধায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর লালমাটিয়ার প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মো. নুরুল ইসলাম বাবু চেয়ারম্যান এবং এন এম রাশেদ সারোয়ার প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্য, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবনিযুক্ত চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাবু তার বক্তব্যে সংগঠনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
নুরুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিলো দেশের মানুষকে আত্মনির্ভরশীল করার স্বপ্ন নিয়ে। কিন্তু গত ১৬-১৭ বছরে অনিয়ম, দুর্নীতি এবং অপশাসনের কারণে প্রতিষ্ঠানটি তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে।
নতুন নেতৃত্বের অধীনে প্রতিষ্ঠানকে তার গৌরবময় অবস্থানে ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমরা দুর্নীতি, স্বার্থপরতা বা রাজনৈতিক সুবিধাভোগের কোনো সুযোগ রাখবো না। স্বনির্ভর বাংলাদেশকে জনকল্যাণমুখী ও স্বচ্ছ প্ল্যাটফর্ম হিসেবে পুনর্গঠনের জন্য দৃঢ় পদক্ষেপ নেব। কোনো চাপ বা ভয় আমাদের পথরোধ করতে পারবে না।
সদস্যদের উদ্দেশে তিনি ঐক্য, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, প্রতিষ্ঠানের পুনরুজ্জীবনের জন্য আমাদের নিজেদের মধ্য থেকে পরিবর্তন শুরু করতে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য সংক্ষিপ্ত আপ্যায়নের আয়োজন করা হয়। স্বনির্ভর বাংলাদেশের নতুন কমিটি শিগগিরই একটি কর্মপরিকল্পনা ঘোষণা করবে, যার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে।
এ নতুন নেতৃত্বের হাত ধরে স্বনির্ভর বাংলাদেশ তার হারানো গৌরব ফিরে পাবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
সবার দেশ/কেএম