Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৫, ২১ এপ্রিল ২০২৫

বারডেমের মহাপরিচালক বরখাস্ত

বারডেমের মহাপরিচালক বরখাস্ত
ছবি: সংগৃহীত

প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ, কার্যক্রমে অনিয়ম ও দীর্ঘদিন অনুপস্থিতির অভিযোগে বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. কাইয়ুম চৌধুরীকে বরখাস্ত করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস)। 

তার স্থলাভিষিক্ত হিসেবে ডা. মির্জা মাহবুবুল হাসান ফয়সালকে নিয়োগ দেয়া হয়েছে। ২০ এপ্রিল সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে চিকিৎসকরা কাইয়ুম চৌধুরীর পদত্যাগ দাবি করে আসছিলেন। তিনি ৩২ দিন ছুটিতে ছিলেন। ২০ এপ্রিল তিনি বহিরাগত কয়েকজনকে নিয়ে হাসপাতালে প্রবেশ করে নিজের কক্ষে অবস্থান নেন, যার বিরোধিতা করেন চিকিৎসকরা। তার বহিষ্কারের দাবিতে ২১ এপ্রিল থেকে কর্মবিরতির ঘোষণা দেন তারা। এরপর বাডাস পরিচালনা পর্ষদ জরুরি বৈঠকে কাইয়ুম চৌধুরীকে বরখাস্ত এবং নতুন মহাপরিচালক নিয়োগের সিদ্ধান্ত নেয়।

কাইয়ুম চৌধুরী ২০২০ সালের জুলাইয়ে মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। তার চুক্তিভিত্তিক মেয়াদ ২০২৫ সালের ২০ জুন পর্যন্ত নির্ধারিত ছিলো।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: