Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৪, ২১ এপ্রিল ২০২৫

নির্মাণাধীন অবৈধ স্থাপনায় অভিযান শুরু

নকশা বহির্ভূত ৩৩৮২ ভবন ভাঙবে রাজউক

নকশা বহির্ভূত ৩৩৮২ ভবন ভাঙবে রাজউক
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরে নির্মাণাধীন নকশা বহির্ভূত ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলার কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, এ ভবনগুলোর অবৈধ অংশ শনাক্ত করে ধাপে ধাপে ভেঙে ফেলা হবে এবং নিয়মের আওতায় আনা হবে। 

সোমবার (২১ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ আয়োজিত ‘সমস্যার নগরী ঢাকা: সমাধান কোন পথে?’ শীর্ষক এক নগর সংলাপে তিনি এ কথা জানান।

তিনি বলেন, নির্মাণাধীন অবস্থায় থাকা ৩৩৮২টি ভবনের নিয়মভঙ্গকারী অংশ চিহ্নিত করেছি। এগুলোর অবৈধ অংশগুলো ভেঙে সঠিক অবস্থানে নিয়ে আসবো। প্রথম ধাপে সেবা সংযোগ বিচ্ছিন্ন, ফৌজদারি মামলা দায়ের এবং ভবন সিলগালা করার কার্যক্রম চলবে।

এসময় রাজউক চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, আমি যতদিন দায়িত্বে আছি, এ কাজ অব্যাহত থাকবে। ভাঙার মাধ্যমে হোক কিংবা আইনি পদ্ধতিতে—সব ভবনকে নিয়মের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর।

একক সিদ্ধান্তের দাবিতে ‘নগর সরকার’ গঠনের তাগিদ

রাজউক চেয়ারম্যান আরও বলেন, ঢাকার সমস্যা সমাধানে নগর ব্যবস্থাপনাকে এক ছাতার নিচে আনতে হবে। বর্তমানে নগরের পানি, বিদ্যুৎ, গ্যাস, সেবাসহ প্রতিটি খাত আলাদা আলাদা কর্তৃপক্ষের অধীনে থাকায় কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। নগরের সকল কার্যক্রমের সিদ্ধান্ত একটি জায়গা থেকে হলে তবেই কার্যকর সমাধান সম্ভব, বলেন তিনি।

পুরনো দখলদারদের জন্য অপেক্ষা

নির্মিত ভবনগুলো নিয়ে এখনই ব্যবস্থা নেয়া সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, এ মুহূর্তে যারা বাড়ি করে ফেলেছে, সেগুলোর ব্যবস্থা পরে নেয়া হবে। তবে নির্মাণাধীন অবস্থায় কোনো ব্যত্যয় চলবে না।  

তিনি আরও জানান, নতুন করে প্লট বরাদ্দ দেয়ার কোনও পরিকল্পনা নেই। বরং বেদখল হওয়া প্লট উদ্ধার করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির জন্য আবাসনের ব্যবস্থা করার লক্ষ্য রাজউকের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশের সভাপতি মতিন আব্দুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র সদস্য খালেদ সাইফুল্লাহ। 

অনুষ্ঠানে সংগঠনের ম্যাগাজিন ‘ঢাকাই’-এর মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি উপদেষ্টা হেলিমুল আলম বিপ্লব রচিত ঢাকার খাল বিষয়ে গবেষণাধর্মী গ্রন্থ ‘Dhaka’s Canals on Their Dying Breath’ এর মোড়কও উন্মোচিত হয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: