সাবেক সংসদ সদস্য জাফর আলম গ্রেফতার

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রবিবার (২৭ এপ্রিল, ২০২৫) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন জাফর আলম। তবে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, বিভিন্ন অনিয়ম এবং স্থানীয়দের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগ উঠে। এছাড়া, ২০১৮ সালের নির্বাচনের সময় পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নে একটি ভোটকেন্দ্রে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়, যাতে ৩৫ জনের নাম উল্লেখ করা হয়। ২০১৩ সালে চকরিয়ায় বিএনপির মিছিলে মিজানুর রহমান নামে এক কিশোরকে হত্যার ঘটনায়ও তাকে প্রধান আসামি করে ১২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি পরাজিত হন।
গ্রেফতারের বিষয়ে ডিবি সূত্রে জানা গেছে, জাফর আলমের বিরুদ্ধে থাকা একাধিক মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কোন নির্দিষ্ট মামলায় গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়নি। তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
সবার দেশ/কেএম