চলন্ত কারে নারীকে টেনে নিয়ে ভ্যানিটি ব্যাগ ছিনতাই

রাজধানীর সিদ্ধেশ্বরীতে শনিবার (২৬ এপ্রিল) সকালে এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে শাড়ি পরা এক নারী ট্রলি ব্যাগ হাতে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি চলন্ত প্রাইভেটকার থেকে এক ব্যক্তি জানালা দিয়ে ঝুঁকে তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় ব্যাগের সঙ্গে ওই নারীকেও টেনে-হিঁচড়ে প্রায় ৫০ সেকেন্ড ধরে নিয়ে যায় গাড়িটি। ব্যাগ ছেড়ে দেয়ার পর নারী প্রাণে বাঁচলেও তার অবস্থা গুরুতর। তার হাঁটু ও কনুইয়ে গুরুতর আঘাত লেগেছে।
ঘটনাটি পাশের একটি ভবনের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, নারীকে টেনে নিয়ে যাওয়ার সময় আশপাশে থাকা তিন ব্যক্তি ছুটে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। ঘটনার পর নারী ঘটনাস্থলে ফিরে এলে তিনি চার ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং তার আঘাত দেখান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন জানান, ভাইরাল ভিডিওটি তাদের নজরে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে। তবে এখনও কোন মামলা দায়ের হয়নি। ঘটনার পরপরই ছিনতাইকারীরা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যায়, এবং তাদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
সবার দেশ/কেএম