Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৭, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ০১:৩৪, ৫ জানুয়ারি ২০২৫

অনেকেই দিনের রান্না সারছেন রাতে

তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী

তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী
ছবি: সংগৃহীত

ঢাকা শহরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে, যা বর্তমানে রাজধানীর বাসিন্দাদের জন্য এক বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক এলাকাতেই দিনের বেশির ভাগ সময় গ্যাসের সরবরাহ নেই। বিকেল বা সন্ধ্যার দিকে তা কিছুটা পাওয়া যাচ্ছে। ফলে বাসিন্দারা বাধ্য হয়ে দিনের খাবার রাতের জন্য রান্না করে রাখছেন। কিছু মানুষ লাইনের গ্যাস না পেয়ে সিলিন্ডার কিনে ব্যবহার করছেন, আবার কেউ মাটির চুলায় রান্না করছেন। 

এছাড়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্যাস সংকটের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। মগবাজার, মীরবাগ, মধুবাগ, রামপুরা, মিরপুর-১০, কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, তেজগাঁও, কারওয়ান বাজার এবং অন্যান্য এলাকায় একাধিক বাসিন্দা গ্যাস সংকটের শিকার হচ্ছেন। পশ্চিম তেজতুরী বাজারে আয়েশা বেগম বলেন, দুই দিন ধরে গ্যাসের সমস্যা চলছে এবং রান্না করতে না পেরে টিনের পাত্র দিয়ে শুকনো কাঠ দিয়ে রান্না করছেন। 

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি রক্ষণাবেক্ষণের কারণে গ্যাসের সরবরাহ কমে গেছে এবং লাইনের কাজ চলমান থাকায় কিছু এলাকায় স্বল্প চাপ বিরাজ করছে। ৫ জানুয়ারি পর্যন্ত এ পরিস্থিতি চলতে পারে বলে জানানো হয়েছে।

এছাড়া, পেট্রোবাংলা জানিয়েছে যে, এক্সিরালেট এনার্জি পরিচালিত টার্মিনাল থেকে ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট আরও তীব্র হতে পারে। ৩১ ডিসেম্বর পেট্রোবাংলার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ওই টার্মিনাল বন্ধ থাকায় গ্যাস সরবরাহ ১৫ থেকে ১৮ কোটি ঘনফুট কম হবে। যার ফলে ঢাকাসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাবে। 

এ পরিস্থিতি চলতে থাকলে গ্যাসের সংকট আরো বাড়তে পারে এবং বাসিন্দাদের আরও বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়: