শিশু ধর্ষণের ঘটনায় ঢাবিতে প্রতিবাদ
রাজধানীর শাহবাগে ১৫ জানুয়ারি ফুল বিক্রেতা এক শিশুকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পরে সমাবেশ থেকে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সাবেক ও বর্তমান নেতারা। ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সাবেক সভাপতি আবু সাদাত মো. সায়েম বলেন, আমাদের দেশে অপরাধ ভুক্তভোগীদের বিচার পাওয়ার ক্ষেত্রে শ্রেণিবিন্যাস রয়েছে। যে কোনও অর্থেই যদি কেউ প্রভাবশালী হয়, তাহলে তার বিচার পাওয়ার অধিকার তত বেশি হয়। তবে যারা এ শক্তির মহড়ায় দুর্বল চরিত্র, তাদের বিচার পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের ব্যাপক উদাসীনতা লক্ষণীয়।
আবু সাদাত বলেন, একইভাবে সম্প্রতি শাহবাগে একটি ফুল বিক্রেতা শিশুকে ধর্ষণ করলেও এ ব্যাপারে কেউ কোনও টুঁ শব্দ করেনি। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের এ নির্লিপ্ততাই প্রমাণ করে, এ দেশ সবার জন্য সমান নয়।
সমাবেশে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক মো. শাহজালাল সিদ্দিকী বলেন, গত পরশু দিন শাহবাগের এ ন্যক্কারজনক ঘটনায় ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন তীব্র নিন্দা জানায় এবং আপামর জনগণকে নিজেদের অবস্থান থেকে প্রতিবাদী ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছে। আমরা চাই, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ে সব অপরাধীকে আইনের আওতায় আনা হোক।
মাইম অ্যাকশনের সহসভাপতি উবাইদুল্লাহ রিদওয়ান বলেন, শাহবাগে ধর্ষণের শিকার শিশুটি একজন ফুল বিক্রেতা হওয়ায় আজকে আমরা চুপ, যা অত্যন্ত দুঃখজনক। ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে হবে।
সবার দেশ/এমকেজে