Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০০, ২২ জানুয়ারি ২০২৫

‘জনস্বার্থ মামলার রায় (ভলিউম-২)’ বইয়ের মোড়ক উম্মোচন

‘জনস্বার্থ মামলার রায় (ভলিউম-২)’ বইয়ের মোড়ক উম্মোচন
ছবি: সবার দেশ

সুপ্রীম কোর্ট বার কনফারেন্স রুমে ‘জনস্বার্থ মামলার রায় (ভলিউম-২)’ বইটির মোড়ক উম্মোচন করলেন বার কাউন্সিল এর ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার এর প্রেসিডেন্ট সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন।

বুধবার (২২ জানুয়ারি) ২২ জানুয়ারি দুপুর ১.১৫ টায় সুপ্রীম কোর্ট বার কনফারেন্স রুমে এ গ্রন্থের মোড়ক উম্মোচন করেন তিনি। 

এডভোকেট মনজিল মোরসেদ পরিচালিত রীট মামলার বিভিন্ন রায় সংকলন করে প্রকাশিত ‘জনস্বার্থ মামলার রায় (ভলিউম-২)’ গ্রন্থের মোড়ক উম্মোচন অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। 

অনুষ্ঠানের উদ্বোধনীতে এডভোকেট জয়নুল আবেদীন বলেন, জ্ঞান অর্জনের বড় মাধ্যম হলো বই এবং আইনের বই হল আইনজীবিদের জন্য নিত্যদিনের হাতিয়ার। তিনি বলেন ‘জনস্বার্থ মামলার রায় (ভলিউম-২)’ গ্রন্থের মাধ্যমে আমরা সকলেই উপকৃত হবো। 

ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, জনস্বার্থের মামলার রায় বই আকারে প্রকাশ হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে বার ও বেঞ্চ উপকৃত হবে। এ ধরনের বই সংকলন করে প্রকাশের জন্য তিনি মনজিল মোরসেদকে ধন্যবাদ জানান।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিনিয়র এডভোকেট ও বইয়ের সংকলক মনজিল মোরসেদ বলেন, জনস্বার্থ মামলায় সুপ্রীম কোর্টের দেয়া বিভিন্ন গুরুত্বপুর্ন ৩৫ টি মামলার রায় বইটিতে স্থান পেয়েছে। মোড়ক উম্মোচন এর পর ২২-২৯ জানুয়ারি পর্যন্ত সুপ্রীম কোর্ট বার ভবনের নিচ তলায় ২০% ডিসকাউন্ট মূল্যে বইটি সংগ্রহ করা যাবে। তিনি বলেন, যদি আইনজীবিরা বইটির মাধ্যমে উপকৃত হয় তবে এর প্রকাশনা স্বার্থক হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এইচআরপিবি এর সেক্রেটারি এডভোকেট মোঃ ছারওয়ার আহাদ চৌধুরি। বক্তারা জনস্বার্থ মামলার রায়ের প্রশংসা করেন এবং সমাজের অনিয়ম দূর করতে জনস্বার্থের মামলা দায়েরের মাধ্যমে এইচআরপিবি এর ভুমিকা স্বরণ করেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়: