Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩, ৩ এপ্রিল ২০২৫

আপডেট: ০১:৫৬, ৪ এপ্রিল ২০২৫

বিমসটেক সম্মেলন ব্যাংকক ২০২৫

ইউনূস-মোদি বৈঠক আজ ব্যাংককে

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রভাব, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হতে পারে।

ইউনূস-মোদি বৈঠক আজ ব্যাংককে
ফাইল ছবি

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আজ (৪ এপ্রিল) ব্যাংককে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এ প্রথমবারের মতো অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে সরাসরি দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানদের মধ্যে আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ব্যাংককে বিমসটেক সম্মেলনের নৈশভোজ অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ও প্রধানমন্ত্রী মোদি একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে দুই নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে আলোচনা করতে দেখা গেছে, বলেন প্রেস সচিব।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রভাব, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হতে পারে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা বিমসটেক (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) সম্মেলন ২-৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনে সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত রয়েছেন।

অধ্যাপক ইউনূস ও প্রধানমন্ত্রী মোদির আসন্ন বৈঠক দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

সবার দেশ/কেএম