Header Advertisement
‘রিফাইন আওয়ামীলীগ’র গোপন অফিস মতলুবের ভবন!

‘রিফাইন আওয়ামীলীগ’র গোপন অফিস মতলুবের ভবন!

গুলশান ১ রাজধানীর ঢাকার ‘সিঙ্গাপুর’ নামে খ্যাত এলাকায় কর্মচাঞ্চল্য সারাদিন। দেশি-বিদেশি প্রায় সকল কর্পোরেট হাউজগুলো লোকারণ্য থাকলেও একবারেই ভিন্নচিত্র দেখা যায় ‘লেক ম্যান’ নামে রোড নং ৩৫ এ অবস্থিত ৯ নাম্বার বাড়িটি। দিনের বেলায় নিরব-নিস্তব্দ থাকলেও সন্ধ্যার পরপরই জেগে ওঠে ভারতীয় ‘র`-এর এজেন্ট, ভারত বাংলাদেশ চেম্বারের সাবেক সভাপতি এবং নিটোল টাটা গ্ৰুপের চেয়ারম্যান মাতলুব আহমাদের এ ভবনটি। অফিস পাড়ার অন্যান্ন বাড়িগুলো যখন একে একে বাতি নিভিয়ে ঘরমুখো হতে প্রস্তুত, ঠিক তখনই একএক করে বাতি জ্বলে ওঠে রহস্যঘেরা ওই ভবনটিতে। 

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৫ ভোর
যোহর ১২:০৬ দুপুর
আছর ৪:২৯ বিকেল
মাগরিব ৬:১৮ সন্ধ্যা
এশা ৭:৩৩ রাত

ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫