দুদকের মামলা
১৪ কোটি টাকার অবৈধ সম্পদ সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলমের

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুর্নীতির ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুদতকর সহকারী পরিচালক মোঃ রাকিবুল হায়াত বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে বলা হয়, মোঃ জাহাঙ্গীর আলম স্বাস্থ্য বিভাগের সচিব থাকাকালীন সরকারি কর্মচারী হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করত ১৩,৭৫,৮৪,৭৫০/- টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে। ও নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এজাহারে আরও বলা হয়, মোঃ জাহাঙ্গীর আলমের নামে মোট ১০,৪০,৬০,৩৬৮/- টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৬,৮২,৬৫,৫৬৮/- টাকা মূল্যের অস্থাবর সম্পদ সহ মোট (১০,৪০,৬০,৩৬৮+ ৬,৮২,৬৫,৫৬৮) = ১৭,২৩,২৫,৯৩৬/-টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। উক্ত সম্পদ অর্জনের বিপরীতে তার বৈধ আয়ের পরিমাণ ৩,৪৭,৪১,১৮৬/- টাকা। এক্ষেত্রে তার নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের পরিমাণ (১৭,২৩,২৫,৯৩৬-৩,৪৭,৪১,১৮৬) = ১৩,৭৫,৮৪,৭৫০/- টাকা, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এমতাবস্থায়, আসামী মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ মামলা দায়ের করা হয়।
মামলাটির তদন্তকালে আসামী মোঃ জাহাঙ্গীর আলম ও তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামে অর্জিত অন্য কোন স্থাবর/অস্থাবর সম্পত্তি পাওয়া গেলে এ মামলায় অন্তর্ভুক্ত করা হবে বলে মামলায় ইুল্লেখ করা হয়।
সবার দেশে/এমকেজে