জনতা ব্যাংকের ২৯৭ কোটি টাকা আত্মসাৎ
ড. আতিউর-বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংকের ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড.আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ মামলা (নং-৪৪/২০২৫) দায়ের করা হয়।
জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে একের পর এক ঋণ নিয়েছেন ইউনূছ বাদলের মালিকানাধীন ‘অ্যাননটেক্স’। নির্ধারিত ঋণসীমা অতিক্রম করে বার বার তাকে পুন:তফসিলের সুযোগ করে দেন ব্যাংকটির তৎকালিন চেয়ারম্যান ও আওয়ামী অর্থর্নীতিবিদ ড.আবুল বারকাত। দুর্নীতি দমন কমিশনের দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়। কমিশন তাতে অনুমোদন দিলে উপরোক্ত মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, জালিয়াতি মাস্টার ইউনূছ বাদল নামে বেনামে ২২টি প্রতিষ্ঠানের বিপরীতে ৭ হাজার ৭৩৮ কোটি টাকা হাতিয়ে নেন। ভয়াবহ এ ঋণ জালিয়াতির অনুসন্ধান দীর্ঘদিন ধামাচাপা দিয়ে রাখে ফ্যাসিস্ট হাসিনার অনুগত দুদক। বহুমাত্রিক ঋণ জালিয়াতির মধ্যে ২৯৭ কোটি টাকার জালিয়াতির ঘটনার একটি।
অ্যাননটেক্সের বিরুদ্ধে আরো কয়েকটি ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। দুদক উপ-পরিচালক নাজমুল হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সবার দেশ/কেএম