দুদকের অভিযোগ
করোনা ভ্যাকসিন ক্রয়ে ২২ হাজার কোটি টাকার দুর্নীতি সালমানের
অভিযোগ অনুযায়ী, সরকার যদি সরাসরি সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকা সংগ্রহ করতো, তাহলে যে পরিমাণ অর্থ সাশ্রয় হতো, তা দিয়ে আরও ৬৮ লাখ ডোজ টিকা কেনা সম্ভব হতো।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী লুটেরা হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো ফার্মা লিমিটেডের ভাইস চেয়ারম্যান কথিত দরবেশ সালমান এফ রহমানের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন কেনায় ২২ হাজার কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৭ মার্চ) দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
দুদকে জমা হওয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কেনার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি অনুসরণ করা হয়নি। সরাসরি সেরামের কাছ থেকে টিকা না কিনে তৃতীয় পক্ষ হিসেবে বেক্সিমকো ফার্মাকে অন্তর্ভুক্ত করার ফলে বাংলাদেশকে অন্যান্য দেশের তুলনায় বেশি মূল্য পরিশোধ করতে হয়েছে।
অভিযোগ অনুযায়ী, সরকার যদি সরাসরি সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে টিকা সংগ্রহ করতো, তাহলে যে পরিমাণ অর্থ সাশ্রয় হতো, তা দিয়ে আরও ৬৮ লাখ ডোজ টিকা কেনা সম্ভব হতো।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতি ডোজ টিকা থেকে সব খরচ বাদ দিয়ে ৭৭ টাকা করে লাভ করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও এ চুক্তির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ আত্মসাতে জড়িত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, কীভাবে এ অর্থ আত্মসাৎ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত অনুসন্ধান করে পরে জানানো হবে। তবে প্রাথমিকভাবে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌ-পথে পালানোর সময় সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেন খতিয়ে দেখছে। এছাড়া, স্বাস্থ্যমন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নথিও যাচাই করা হচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এ দুর্নীতির দায়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হলে ভবিষ্যতে এ ধরনের রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।
সবার দেশ/কেএম