Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪২, ২৪ মার্চ ২০২৫

সাকিবের সম্পদ জব্দের নির্দেশ

সাকিবের সম্পদ জব্দের নির্দেশ
ফাইল ছবি

চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৫ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন। আদালতের পেশকার রিপন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শেয়ারমার্কেটে কারসাজি ও আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত বছরের ২ অক্টোবর সাকিব, তার স্ত্রী উম্মে আহমেদ শিশির এবং তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়। পরবর্তীতে সরকারের নির্দেশে বিএফআইইউ তার ব্যাংক হিসাব জব্দ করে।

সাকিব আল হাসান গত জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আদাবর থানায় করা একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। এরপর থেকেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে জানা গেছে।

সবার দেশ/কেএম