Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৩, ৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:৫৫, ৬ এপ্রিল ২০২৫

আদালতে হাজির না হলে 

টিউলিপকে পলাতক ঘোষণা করা হবে: দুদক চেয়ারম্যান

টিউলিপের পদের পরিচয় কিংবা অবস্থানের বিষয়ে মন্তব্য করে আব্দুল মোমেন বলেন, আইন সবার জন্য সমান। এটি শুধু টিউলিপ সিদ্দিক নয়, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ যে কারও ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

টিউলিপকে পলাতক ঘোষণা করা হবে: দুদক চেয়ারম্যান
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর তিনি আদালতে হাজির না হলে তাকে ‘পলাতক অপরাধী’ হিসেবে ঘোষণা করা হবে।

রোববার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সম্প্রতি স্কাই নিউজকে টিউলিপ সিদ্দিক বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন এবং দুদকের কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি। এ বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, চিঠি বিনিময় কখনোই আদালতের প্রক্রিয়ার বিকল্প হতে পারে না। আদালতের নির্দেশনা উপেক্ষা করা হলে তা আইনের চোখে অপরাধ হিসেবে গণ্য হবে।

তিনি আরও বলেন, টিউলিপের বিরুদ্ধে মামলার পক্ষে আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। সব নথিপত্র বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ চার্জশিট প্রস্তুত করা হয়েছে। বিষয়টি এখন আদালতের এখতিয়ারভুক্ত। যদি তিনি হাজির না হন, তাহলে আদালত তাকে পলাতক ঘোষণার নির্দেশ দিতে পারে।

দুদক চেয়ারম্যান আরও উল্লেখ করেন, প্রয়োজনে আদালতের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নেয়া হবে।

আরও পড়ুন <<>> ফ্ল্যাটকান্ডে যুক্তরাজ্যেও ফেঁসে যাচ্ছেন টিউলিপ

টিউলিপের পদের পরিচয় কিংবা অবস্থানের বিষয়ে মন্তব্য করে আব্দুল মোমেন বলেন, আইন সবার জন্য সমান। এটি শুধু টিউলিপ সিদ্দিক নয়, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ যে কারও ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

তিনি আরও বলেন, দুর্নীতির অভিযোগ আপসযোগ্য নয় এবং এটি অবশ্যই আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।

সবার দেশ/কেএম