Advertisement

সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ৮ জানুয়ারি ২০২৫

টিউলিপ-জয়সহ 

শেখ পরিবারের ৭ সদস্যের ব্যাংক হিসাব তলব

বিএফআইই’র নির্দেশে হাসিনা ও তার ছেলে জয়, মেয়ে পুতুল, রেহানা ও তার ছেলে ববি, মেয়ে টিউলিপ ও রূপন্তির ব্যাংক লেনদেন বিশ্লেষণ করা হবে।

শেখ পরিবারের ৭ সদস্যের ব্যাংক হিসাব তলব
ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ), ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে। এ নির্দেশনার মাধ্যমে শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের ছেলে-মেয়ে, অর্থাৎ সায়মা ওয়াজেদ হোসেন (পুতুল), সজীব আহমেদ ওয়াজেদ (জয়), রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি), টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক রূপন্তির ব্যাংক লেনদেন বিশ্লেষণ করা হবে। 

বিএফআইইউ জানিয়েছে যে, তাদের তথ্য তলবের পেছনে উদ্দেশ্য হল শেখ পরিবারের সদস্যরা কোনো ধরনের আর্থিক অপরাধ বা মানি লন্ডারিং কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কি না, তা যাচাই করা। এ তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা পাঠিয়েছে। 

এছাড়া, যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কিছু বিতর্কিত তথ্যও উঠে এসেছে। সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে জানা গেছে যে, একটি আবাসন ব্যবসায়ী তাকে বিনা মূল্যে একটি ফ্ল্যাট দিয়েছেন। এ বিষয়টি যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন নথিপত্রেও উঠে এসেছে। 

সানডে টাইমসের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, টিউলিপ সিদ্দিকের পরিবারকে একইভাবে একটি ফ্ল্যাট উপহার দেওয়া হয়েছিল, যা শেখ হাসিনার এক মিত্রের কাছ থেকে এসেছে। 

এ সব বিষয়গুলো বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে বিতর্কের সৃষ্টি করেছে এবং তদন্তের মুখোমুখি করেছে টিউলিপ সিদ্দিকসহ শেখ হাসিনার পরিবারের সদস্যদের। 

বর্তমানে শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন। টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে আত্মসমর্পন করেছনে।

সবার দেশ/কেএম