পূর্বাচলে প্লট জালিয়াতি
হাসিনা-পুতুলকে আসামি করে দুদকের মামলা
সাবেক প্রধানমন্ত্রী ভারতে পলাতক শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদসহ (পুতুল) ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, রোববার (১২ জানুয়ারি) পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ৬টি প্লট বরাদ্দের অভিযোগ তুলে এ মামলা করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর উর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজ নামে ও তার পরিবারের অন্যান্য সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নং সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হতে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছে।
তিনি আরও বলেন, সায়মা ওয়াজেদ (পুতুল) নিজ ও পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে তার মা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের ২৭ নং সেক্টরের ২০৩ নং রাস্তার প্লট নং ০১৭ বরাদ্দ নিয়েছেন।
এ অভিযোগের প্রেক্ষিতে, সায়মা ওয়াজেদকে (পুতুল) এক নম্বর আসামি ও শেখ হাসিনাকে ২ নং আসামি উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
এ মামলার অন্যান্য আসামিরা হলেন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো: শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যান মো: আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, রাজউকের সদস্য কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব:), মো: হাফিজুর রহমান, হাবিবুর রহমান, শেখ শাহিনুল ইসলাম ও মো: নুরুল ইসলাম।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/১৬৩/১৬৪/৪০৯/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সবার দেশ/কেএম