প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার টাকা ছাড়ালো
সোনার দামে সর্বকালের রেকর্ড

বাংলাদেশের সোনার বাজারে আবারও ইতিহাস। ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম এবার ১ লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
একদিনে প্রায় ৫ হাজার টাকা দাম বৃদ্ধি
সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পিওর গোল্ড বা তেজাবী সোনার আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম কার্যকর হবে আজ মঙ্গলবার থেকে।
| ক্যারেট | নতুন দাম (প্রতি ভরি) | বৃদ্ধি |
|---------|------------------------|--------|
| ২২ ক্যারেট | ১,৭২,৫৪৫ টাকা | +৪৮৩৩ টাকা |
| ২১ ক্যারেট | ১,৬৪,৬৯৬ টাকা | – |
| ১৮ ক্যারেট | ১,৪১,১৬৯ টাকা | – |
| সনাতন পদ্ধতি | ১,১৬,৭৮০ টাকা | – |
রুপার দাম অপরিবর্তিত
একইসাথে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে, যা স্বর্ণের বিপরীতে তুলনামূলক স্থিতিশীল অবস্থানেই রয়েছে।
| ক্যারেট | রুপার দাম (প্রতি ভরি) |
|---------|------------------------|
| ২২ ক্যারেট | ২,৫৭৮ টাকা |
| ২১ ক্যারেট | ২,৪৪৯ টাকা |
| ১৮ ক্যারেট | ২,১১১ টাকা |
| সনাতন | ১,৫৮৬ টাকা |
সাধারণ মানুষের দুশ্চিন্তা বাড়ছে
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যেখানে প্রতিনিয়ত বেড়েই চলেছে, সেখানে সোনার এ লাগামহীন মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির জন্য আরও চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে বিয়ের মৌসুমকে সামনে রেখে স্বর্ণালঙ্কার ক্রয়ের পরিকল্পনায় থাকা অনেক পরিবার এবার পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হতে পারেন।
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি অব্যাহত
বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক মুদ্রানীতি, মধ্যপ্রাচ্যজুড়ে ভূরাজনৈতিক অস্থিরতা এবং ডলারের দামের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতিনিয়ত চড়ছে, যার প্রভাব সরাসরি পড়ছে বাংলাদেশের বাজারেও।
সবার দেশ/কেএম