শেরপুরে বিনামূল্যে বিতরণের ৯ হাজার বই জব্দ, আটক ১
শেরপুরের সদর উপজেলায় অভিযান চালিয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার বই জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলার ধাতিয়াপাড়া এলাকা থেকে বইগুলো জব্দ করা হয়। এ সময় মাইদুল (৩২) নামে একজনকে আটক করা হয়েছে।
অভিযানের সময় ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় অষ্টম থেকে দশম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের প্রায় ৯ হাজার বই উদ্ধার করে পুলিশ। পরে গাড়িচালকের দেয়া তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়।
পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, বইগুলো বিক্রির উদ্দেশ্যে কুড়িগ্রামের রৌমারীর সিজি জামান পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিক্রির উদ্দেশে ঢাকা নেয়া হচ্ছিল। এর মধ্যে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। জব্দ করা বইগুলো বর্তমানে সদর থানায় রাখা হয়েছে।
এদিকে আটক বই নিয়ে শেরপুরের পুলিশ লাইন্স স্কুলের সাবেক অধ্যক্ষ ও নাগরিক প্লাটফর্ম জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ বলেন, স্কুলছাত্ররা যখন সময়মতো বই পাচ্ছে না তখন ৯ হাজার বই পাচারের ঘটনা দুঃখজনক। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সবার দেশ/এমকেজে