মৌমাছির কামড়ে যুবকের মৃত্যু, আহত ১৬
ফরিদপুরের মধুখালীতে মৌমাছির কামড়ে শুশান্ত কুমার সাহা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শুশান্ত কুমার সাহা পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকায় পরিমল কুমার সাহার ছেলে।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জানা গেছে, পশ্চিম গাড়াখোলা এলাকায় একটি তেঁতুলগাছে মৌমাছির চাকে পাখি আক্রমণ করে। এসময় মৌমাছির দল উড়ে এসে পথচারীদের আক্রমণ করে।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কবির সরদার জানান, সন্ধ্যার কিছু আগে মৌমাছির কামড়ে আহত ১৭ জন রোগী আসেন। এর মধ্যে একজন আগেই মৃত্যুবরণ করেছেন। তার শরীরে অন্তত ২০-৩০টি কামড়ের চিহ্ন দেখা গেছে।
সবার দেশ/এমকেজে